
দুদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সিরাত জাহান স্বপ্না। এবার ক্যাম্প ছেড়েছেন আরেক ফুটবলার আঁখি খাতুন। ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। চীনের একটি একাডেমিতে যাচ্ছেন সাফজয়ী এ ডিফেন্ডার।
দুদিন আগে ক্যাম্প ছেড়ে সিরাজগঞ্জে নিজ বাড়িতে চলে যান আঁখি। রোববার রাজধানীর একটি হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ প্রোগ্রামে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে ক্যাম্প ছাড়ার কথা জানান তিনি। জানান, চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন।
‘আমি পড়াশোনা, খেলাধুলা দুটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতো। ওদের দুইটা শাখা আছে। আমার যেখানে স্বাচ্ছন্দ্য হবে সেখানেই যাবো। কিন্তু এমন না যে ফুটবল খেলবো না বা বাংলাদেশে খেলব না। দেশ আগে। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব।’
‘আমি চীনে যাওয়ার বিষয়টি এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনো নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাব। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাব।’

‘এখন আমাকে যদি বলে আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে এলাউ করবে না, তাহলে সেই ব্যর্থতা তাদের, আমার না। ক্যাম্প থেকে আমি দুইদিন আগে চলে গেছি। আপাতত আর ফিরছি না।’