ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, ‘২০২৩ এসএন৬’ নামক একটি গ্রহাণু খুব শীগগির আমাদের গ্রহের খুব কাছে চলে আসবে। এর আকার প্রায় একটি উড়োজাহাজের সমান।
এনডিটিভি জানিয়েছে, একটি গ্রহাণু মহাশূন্যের বিশাল বিস্তৃতির মধ্য দিয়ে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে থাকে। কোন নির্দিষ্ট পথ বা গন্তব্য না থাকায় মহাকর্ষীয় শক্তির কারণে অনেক সময় তা পৃথিবীর কাছে চলে আসে। মহাকাশ সংস্থাগুলো এই বস্তুগুলোর ওপর সর্বদাই নজর রাখে যাতে আমাদের গ্রহকে যেকোন বিপর্যয়কর প্রভাব থেকে নিরাপদ রাখা যায়।
এরই অংশ হিসেবে নাসা গ্রহাণুগুলোর একটি তালিকা তৈরি করেছে যেগুলো পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে পারে। সেই তালিকা অনুযায়ী, ‘২০২৩ এসএন৬’ নামক একটি গ্রহাণু খুব শীজ্ঞ্রই আমাদের গ্রহের খুব কাছে চলে আসবে।
আকারে উড়োজাহাজের সমান এই গ্রহাণুটি আগামী ৪ অক্টোবর পৃথিবী থেকে মাত্র ৪ দশমিক ৮ মিলিয়ন দূরত্বে চলে আসবে। নাসার তথ্য অনুযায়ী, গ্রহাণুটি বর্তমানে ঘণ্টায় ৩০,৫৬৪ কিলোমিটার বেগে ছুটছে। তবে মহাকাশ সংস্থার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) গ্রহাণুটিকে সম্ভাব্য বিপজ্জনক বস্তু হিসেবে শ্রেণীবদ্ধ করেনি।
গ্রহাণু হল মহাকাশের শিলা যা সাধারণত গ্রহের চেয়ে আকারে অনেক ছোট হয়ে থাকে।








