আকাশের জন্য নতুন ড্রোন সিস্টেমের এয়ার স্কুটার নিয়ে আসছে টেক কোম্পানি জাপাতা। খাড়া টেক—অফ এবং ল্যান্ডিং ব্যবস্থাসহ ১১৫ কেজি ওজনের এয়ার স্কুটারটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে উড়বে। হাইব্রিড মেশিনটিতে ব্যাটারি এবং জ্বালানী ট্যাঙ্ক উভয় সুবিধাই রয়েছে।
তবে এখনই এই অত্যাধুনিক এয়ার স্কুটারটি জনসাধারণের কাছে মিলবে না। জাপাতার সিইও ফ্রাঙ্কি জাপাটা জানিয়েছেন এটি কোন ধনী ব্যক্তির খেলনা না। তারা এগুলো বিক্রি করার চিন্তা করছেন না। রাইডিং এর পাশাপাশি উদ্ধার কাজেও এটি ব্যবহারের কথা ভাবছেন তারা। ধাপে ধাপে ১০ থেকে ১৫ বছরের দীর্ঘ পরিকল্পনা নিয়ে আগাচ্ছে জাপাতা।
তবে এয়ার স্কুটারটি ২০২৪ সাল থেকে কিছু পর্যটকদের জন্য ব্যবহার করা হবে। দুই ঘণ্টা করে ফ্লাইটের সময় নিয়ে জাতীয় উদ্যানের মতো গ্রামীণ এলাকায় এটির টেস্ট রান করা হবে, যাতে প্রযুক্তিটি আরও নিখুঁত হয়।
এয়ার স্কুটারটি ১৭ জুন পর্যন্ত চলমান ফ্রান্সের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ভিভাটেকে প্রদর্শন করা হচ্ছে।








