এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট মানুষের মত ভালো শিক্ষক হতে পারে উল্লেখ করে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ‘এআই চ্যাটবটস আগামী ১৮ মাসের মধ্যে এমনভাবে আপডেট হচ্ছে, যেটি শিশুদের পড়তে এবং লিখতে শেখাবে।’
মঙ্গলবার ২৫ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিল গেটস বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট শিশুদের লেখার দক্ষতা এবং পড়ার দক্ষতা অর্জনে সাহায্য করবে। তিনি বলেন, ‘এআই এমন ক্ষমতা অর্জন করবে, যেন এটি যেকোন মানুষের মত ভালো শিক্ষক হতে পারে।’
তিনি বলেন, এআই শীঘ্রই শিক্ষার্থীদের নিজস্ব পঠন এবং লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে, যেমনটি প্রযুক্তি আগে কখনও করতে পারেনি। তিনি বলেন, ‘আজকের চ্যাটবটগুলোতে পড়ার এবং লিখার অবিশ্বাস্য সক্ষমতা রয়েছে।’
বিল গেটস বলেন, প্রথম দিকে আমরা সবচেয়ে বেশি অবাক হবো, এটা ভেবে যে এটি কীভাবে আমাদেরকে পড়ার ক্ষেত্রে সাহায্য করবে! তবে এটি শুধুমাত্র পড়ার ক্ষেত্রে না, এটি একজন গবেষকের সহযাগী হয়েও কাজ করবে।








