চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তোমার দেশকে নিয়ে আগে চিন্তা করো: আগুয়েরো

‘এই দলের সদস্যরা আর বিশ্বকাপ জিততে পারবে না, কারণ ওদের উদযাপন এমন ইঙ্গিত বহন করে’। সুইডিশ সাবেক তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক জ্লাতান ই্রবাহিমোভিচের এমন কথা স্বাভাবিকভাবে নেননি আর্জেন্টাইন সাবেক সার্জিও আগুয়েরো।

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে অসম্মান দেখে সম্প্রতি সমালোকদের তালিকায় নাম লেখান সাবেক তারকা। বলেছিলেন পেশাদার ফুটবলার হিসেবে মেসি বাদে এই দলের অন্যান্য সদস্যরা আর তেমন কিছুই করতে পারবে না।

Bkash July

ম্যানচেস্টোর সিটির লিজেন্ড আগুয়েরো ইব্রাকে অতীত স্মরণ করতে বলেছেন। ‘মনে করে দেখো, আমরা যখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলছিলাম তুমিও বাজে আচরণ করেছিলে। আমি যখন বেঞ্চে ছিলাম তখন বিরক্ত করার চেষ্টা করছিলে। আর্জেন্টিনাকে নিয়ে চিন্তিত হওয়ার আগে তোমার দেশ, খেলোয়াড়দের নিয়ে চিন্তা করো যারা কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।’

‘ম্যানচেস্টার ডার্বিতে তুমি ওটামেন্ডির সঙ্গে ঝগড়া করেছিলে, গার্দিওলার সাথেও। আমার মনে হয় এজন্যই সে বার্সেলোনা থেকে তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিলো। সতীর্থদেরও তুমি অসম্মান করেছিলে। মনে হচ্ছে তখন তুমি আমাকে গুলি করেছিলে এখন আমি করছি। জ্লাতান আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, মেসি বিশ্বসেরা।’

Reneta June

অবশ্য বিশ্বকাপ জেতার পর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অদ্ভুত উদযাপনের তদন্ত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, এমন খবরও এসেছে। ইব্রার তোপটা মূলত এমির দিকেই।

Labaid
BSH
Bellow Post-Green View