নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে অর্থনীতি, কমবে ডলারের দাম বাড়বে রিজার্ভ
নির্বাচনের পরই ঘুরে দাঁড়াবে অর্থনীতি- আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষের মাঝে রাজনৈতিক অনিশ্চয়তার চাপ কমে গেলে প্রবাস আয় বাড়বে, রপ্তানিকারকরা বিদেশে থাকা রপ্তানি আয় দ্রুত আনবেন। যুক্তরাষ্ট্রে সুদ হার কমতে শুরু করলে বিদেশী বিনিয়োগ, বেসরকারি ঋণ এবং উন্নয়ন সহযোগীদের ঋণছাড়ও বাড়বে বলে মনে করেন তিনি। সব মিলে বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়বে এবং দাম কমতে পারে বলে মনে করছেন তিনি।
বিজ্ঞাপন