চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চালক অচেতন হওয়ার পর স্কুলবাস থামিয়ে বন্ধুদের রক্ষা করল কিশোর

KSRM

স্কুলবাস চালানো অবস্থায় চালক জ্ঞান হারিয়ে ফেলার পর বাস থামিয়ে সহপাঠীদের রক্ষা করেছে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী এক কিশোর। বাসটিতে ৬৬ জন শিক্ষার্থীর সাথে বাড়ি ফিরছিল সে।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাস চালক রেডিও বার্তায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছেন তার মাথা ঘুরছে। এর কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

Bkash

এমন সময় কার্টার মিডল স্কুলের ১৩ বছর বয়সী শিক্ষার্থী ডিলন রিভস দ্রুত পাঁচ সারি পিছন থেকে সামনে এসে স্টিয়ারিং ও ব্রেক চেপে বাসটি থামিয়ে দেয়। এরপর চিৎকার করে সহপাঠীদেরকে যুক্তরাষ্ট্রের জাতীয় হেল্পলাইন ৯১১ তে ফোন দিতে বলে।

বাস চালককে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাস চালকের অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।

Reneta June

রিভসের বীরত্বপূর্ণ কাজের প্রশংসা স্বরূপ স্কুল তার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়জন করে। সেখানে ডিলনের পরিবারও উপস্থিত ছিল। এছাড়াও রিভস পুলিশ বিভাগ থেকে একটি পুরস্কার পাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View