এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৫ দিনব্যাপী ৭ম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায়। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মোট ৮টি প্রজেক্টের মধ্যে সেরার পুরস্কার জিতলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমির চলচ্চিত্র প্রজেক্ট ‘রেড লাইটস্ ব্লু অ্যাঞ্জেলস’।
উৎসবের সমাপনী দিনে ফিল্ম প্রজেক্ট মার্কেটে অংশ নেয়া প্রজেক্টগুলোর মধ্য থেকে প্রথম পুরস্কার অর্জনের কৃতিত্ব লাভ করেন আফসানা মিমি। প্রজেক্টটির চিত্রনাট্য যৌথভাবে তৈরী করেছেন আফসানা মিমি এবং ছবির প্রযোজক তানভীর হোসেন।
৭ নভেম্বর শুরু হয় উৎসব। উৎসবের সমাপনী অনুষ্ঠানের আসর বসে ভিয়েতনামের হ্যানয়ের ‘হো গুওম থিয়েটার’-এ। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট- বিভাগের পুরস্কার ঘোষণার পর ছবির পরিচালক আফসানা মিমির হাতে তা তুলে দেয়া হয়।
মিমির প্রজেক্টটির বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। চলতি বছরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’-এর প্রথম পুরস্কার জিতে নেয় আফসানা মিমির এই প্রজেক্ট।
মাঝখানে বিরতি নিলেও বর্তমানে নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে আফসানা মিমিকে। পাশাপাশি নির্মাণেও মনযোগী তিনি। তার নির্মাণে সর্বশেষ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘অব দ্য মার্ক’।







