টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে দুই ম্যাচ খেলে দুটি জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। তাদের পরের পরীক্ষা আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে। আসরে রশিদ খানের দল নিউজিল্যান্ডের মতো ফেভারিটকে হারালেও পাপুয়া নিউগিনির বিপক্ষে মাটিতে পা রেখে নামছে।
আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট পরবর্তী ম্যাচ নিয়ে জানিয়েছেন, ‘সামনে আমাদের অনেক কাজ রয়েছে। দলের সবাই পা মাটিতে রাখছে এবং আনন্দে গা ভাসিয়ে দিচ্ছে না। বিষয়গুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু এর বিপরীত হতে বেশি সময় লাগে না। এখন আমাদের প্রধান লক্ষ্য পাপুয়া নিউগিনি ম্যাচ নিয়ে।’
গ্রুপে পাপুয়া নিউগিনি অবশ্য খুব সুবিধা করতে পারেনি। দুই ম্যাচ খেলে কোনো জয় পায়নি। পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের উপরে আছে দলটি। পাঁচ দলের মধ্যে পাপুয়া নিউগিনির অবস্থান চারে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে ছয়টায় আফগানিস্তান ও পাপুয়া নিউগিনির ম্যাচ শুরু হবে।








