
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে টাইগার ডেরায় চলে এসেছে আফগানিস্তান দল। শনিবার সকালে ও দুপুরে দুই ভাগে ঢাকায় পৌঁছে সফরকারীরা। রোববার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে তারা।
হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে আফগানদের টেস্ট দলে এবার নেই রশিদ খান। ২০১৯ সালে সবশেষ সিরিজে চট্টগ্রামে ১১ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই লেগ স্পিনার।
২০২১ সালের মার্চের পর আর টেস্ট খেলেনি আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৬ বছরে মাত্র ৫টি ম্যাচ খেলেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি হবে কোরবানির ঈদের পর। ১৪ থেকে ১৮ জুন শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচ।

এরপর ১ জুলাই সাদা বলের ক্রিকেটে লড়তে আবার বাংলাদেশে আসবে তারা। ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে, টি-টুয়েন্টি সিরিজ সিলেটে।