সিনেমায় নিয়মিত অভিনয় করলেও সম্প্রতি আফফান মিতুল একাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। এরই মধ্যে প্রচার শুরু হয়েছে আফফান মিতুলের নতুন ২টি বিজ্ঞাপনচিত্র। দু’টি বিজ্ঞাপনচিত্রই নির্মাণ করেছেন মাসউদ যাকারিয়া সাবিন।
এরইমধ্যে আফফান মিতুল পারফর্ম করলেন ‘মোল্লা সুপার সল্ট’ এর সমাজ সচেতনতামূলক ওভিসি এবং ফুডবন্ধু লিমিটেডের ওভিসিতে। এই দু’টি ওভিসি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা ইশতিয়াক আহমেদ এবং ফরহাদ হোসেন।
এছাড়াও আফফান মিতুল সম্প্রতি মডেল হয়েছেন প্রাণ আরএফএলের পুশ পাইপ, পিঞ্জিরা সয়াবিন তেল এবং ফ্রিডম এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনচিত্রে। আর ৩টি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন মাসউদ যাকারিয়া সাবিন এবং আমিনুল শিকদার।
চলচ্চিত্রের নিয়মিত অভিনেতা আফফান মিতুল জানান, বিজ্ঞাপন জগতে তার পদচারণা এবং ব্যস্ত হওয়ায় নির্মাতা মাসউদ যাকারিয়া সাবিন অবদান কখনো ভুলবেন না।
এদিকে, প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে আফফান মিতুল অভিনীত প্রায় এক ডজন সিনেমা। জানান, মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে ময়না, মুক্তির ছোট গল্প, মুনাফিক, কাকতাড়ুয়া, আগুনের পাখি, ব্যাচেলর ইন ট্রিপ, জংলী, নীলচক্র, ঘুম বারান্দা, নিশ্চুপ ভালোবাসা, চটপটি এবং সম্প্রতি টাঙ্গাইলে সর্ম্পূণ শুটিং শেষ হওয়া নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র।
এদিকে, ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে মিতুলের। সম্প্রতি দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত মিতুলের প্রথম ওয়েব ফিল্ম ‘অপলাপ’ এবং টফি অ্যাপসে মুক্তি পেলো তার প্রথম ওয়েব সিরিজ ‘রইল বাকি ১০’। অনম বিশ্বাস পরিচালিত হৈচৈ-এর ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ আফফান মিতুল অভিনয় করেছেন।








