চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিঙ্গাপুরের পর ভূটানকে হারাল বাংলাদেশ

এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের পর বাংলাদেশের কিশোরদের কাছে হেরেছে ভূটান। জয়ে ‘ই’গ্রুপে ইয়েমেনের সমান ৬ পয়েন্ট তুললেও গোল ব্যাবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লাল-সবুজের দল।

ছুটির দিন থাকায় কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ছিলো দর্শকে পূর্ণ। ম্যাচের শুরু থেকেই ভূটানকে চাপে রাখে বাংলাদেশের কিশোর ফুটবলররা। খেলার ১০ মিনিটে নাজিম এবং ৭৩ মিনিটে হিমেলের গোলে বাংলাদেশ পায় ২-০ গোলের জয়।

Bkash July

প্রথম মিনিট থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসা বাংলাদেশের গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। আসাদুলের ক্রস থেকে ১০ মিনিটের মাথায় লিড এনে দেন ফরোয়ার্ড নাজিম উদ্দিন।

এরপর একাধিক আক্রমণ চালায় চন্দন, আসাদুল, হিমেলদের। তবে ভূটানের তাসি, সোনাম আর তেজিনদের রক্ষণ ভেঙ্গে প্রধমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ পল স্মলির দল।

Reneta June

মিডফিল্ডার মিঠুর পরিবর্তে সজল আর স্কোরার নাজিমের বদলে মোরশেদ এই দুই পরিবর্তন দিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। এলোমেলো ছন্দহীন আক্রমণে গোলের দেখা পেতে পাচ্ছিলো না স্বাগতিকরা। ৭৩ মিনিটে ইমরানের সেট পিস থেকে ম্যাচের দ্বিতীয় ও জয় সূচক শেষ গোলটি করেন হিমেল। উল্লাসে মেতে ওঠে গ্যালারি।

৯ অক্টোবর ই’গ্রুপ নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ইয়েমেনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টানা দুই হারে আসরের শুরুতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ভুটানীজদের।

ISCREEN
BSH
Bellow Post-Green View