এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ ১৬ মে শুক্রবার ভোর ৬টা থেকে ২৯ মে ও তার পরবর্তী দিনের টিকিট দেশের বিভিন্ন কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি শুরু হয়।
যাত্রীরা এবার অনলাইন ও সরাসরি কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট সরবরাহ করবে।
বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না—এ বিষয়ে পরিবহন মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ঈদুল ফিতরে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষের কথা মাথায় রেখে এবার সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের মধ্যে সমন্বয় চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর বিভিন্ন টার্মিনালে টিকিট সংগ্রহে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই।







