রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার প্রশাসন দাবি না মানায় সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যলয়েরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান তারা।
এর আগে বুধবার রাত ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা কমিয়ে ১ শতাংশ নির্ধারণের বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং করে রাবি’র পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা কমিয়ে ১ শতাংশ নির্ধারণের বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং করেছেন রাবির শিক্ষার্থীরা।







