চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুক্তির আগেই ২০০ কোটি টাকা আয় করলো ‘আদিপুরুষ’

KSRM

প্রভাসের ‘আদিপুরুষ’ ছবিটি মুক্তির এখনো ১৬ দিনের বেশি বাকি। পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’-এর আধারে নির্মিত এই ছবি ঘিরে রোজ কিছু না কিছু খবর উঠে আসে। ওম রাউত পরিচালিত ছবিটি শুধু হিন্দিতে নয়, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে। ‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়া ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়া ছবি। ‘আদিপুরুষ’ নিয়ে নতুন খবর, ছবিটির তেলেগু সংস্করণ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করেছেন নির্মাতারা। ইতিমধ্যে এই ছবির তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ সত্ত্ব ১৭০ কোটি রুপি বা প্রায় ২০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। ভারতের একটি অনলাইন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View