চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আমরা নিশ্চিত ছিলাম আউটটা হয়নি: শান্ত

অ্যাডিলেড থেকে: মাঠের আম্পায়ার ভুল করলে সংশোধনের সুযোগ থাকে টিভি আম্পায়ারের কাছে। আউট হননি নিশ্চিত হয়েই রিভিউ নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তৃতীয় আম্পায়ারের ভুলে অসময়ে গুরুত্বপূর্ণ উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে।

সাকিব আউট হওয়ার আগে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র ছিল একরকম, পরে আরেকরকম। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের ফলেই ব্যাটিংয়ে মনোযোগ ধরে রাখতে পারল না বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত জানালেন, ‘মনোযোগ নড়েনি। কিন্তু আমার কাছে, সবার কাছে মনে হচ্ছিল, আমরা নিশ্চিত ছিলাম আউটটা হয়নি। জানি না, সিদ্ধান্তটা আম্পায়ারের, আমাদের কিছু বলার নাই।’

‘মনে হয়নি মনোযোগ নড়ে গেছে, আমরা ভালো খেলিনি মাঝের ওভারগুলোতে।’

অ্যাডিলেড ওভালে দেড়শ রানের আশা জাগিয়ে বাংলাদেশ থামে ১২৭ রানে। আর কিছু রান করলে ম্যাচের ফল হতে পারতো অন্যরকম। ফিফটির পর আউট হওয়া শান্ত নিজেকেই দুষলেন। জানালেন, তিনি ওই সময় আউট না হলে লক্ষ্যে পৌঁছাতে পারতো বাংলাদেশ।

‘উইকেটটা আজকে ১৪০-১৫০ রানের ছিল। আমার শেষ করাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি থাকলে হয়তো কাছাকাছি যেতে পারতাম। এজন্য আউট হয়ে আফসোস লেগেছে।’