১৬ জুন মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা রোজিনা পরিচালিত সিনেমা ‘ফিরে দেখা’

চিত্রনায়িকা রোজিনা পরিচালিত মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ফিরে দেখা’ মুক্তি পাচ্ছে ১৬ই জুন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নিরব ও স্পর্শিয়া অভিনীত সিনেমাটি নিয়ে নিজের প্রথম পরিচালিত ছবি নিয়ে আশাবাদী রোজিনা। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান তিনি। শিগগিরি দেশের সবচেয়ে বড় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে চলচ্চিত্রটি স্ট্রিম হবে।