‘আমি কেন ক্ষমা চাইবো বলতে পারেন? আমি মনে করি, এই সোসাইটির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।’
শনিবার সন্ধ্যায় ‘অভিনয় শিল্পী সংঘ’র অফিসে ক্ষোভ ও চাপা কষ্ট নিয়ে কথাগুলো বলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
অতীতে তার জীবনে যেসব ঘটেছে তা নিয়ে প্রায়ই প্রভাকে কাঠগড়ায় তোলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষের শিকার হতে হয়। সবকিছুই মুখ বুজে সইতে হয় প্রভাকে। এ নিয়ে তার আক্ষেপ কম নয়। এমন সময়ে প্রভার মত শিল্পীদের আইনি সাপোর্ট দিয়ে শিল্পী সংঘ ‘লিগ্যাল উইংস’ গঠন করেছে।
যেখান থেকে তিনজন আইনজীবী শিল্পীদের অযথা হয়রানি ও বুলিং করা হলে পাশে থাকবে এবং আইনিভাবে মোকাবিলা করবে।
শুরুতেই শিল্পী সংঘের এমন উদ্যোগকে ধন্যবাদ ও প্রশংসনীয় বলে জানান প্রভা। পরে তিনি কথা প্রসঙ্গে জানান, ইন্সটাগ্রামে কিছু লিখে পোস্ট করলে সেই ক্যাপশন দিয়েও কোনো পোর্টালে নিউজ হয়। এতে করে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে।
প্রভা বলেন, প্লিজ আমি এই এটেনশন চাইনা। এসব ফানি বিষয় নিয়ে নিউজ করবেন না। তিনি বলেন, আমার সাথে হওয়া এতো এতো অন্যায়ের পরেও আমি কোনো প্রতিবাদ জানাতে পারি না। আমার ভয় জার্নালিস্টরা আবার আমার নামে লিখবে।
‘আমার উপর আল্লাহর রহমত আছে তাই হয়তো আমি এতকিছুর পরেও মেন্টালি ভেঙে পড়িনি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
সংবাদকর্মীদের কাছে অনুরোধ করে প্রভা বলেন, প্লিজ আপনারা আমার ভাইয়ের মতো। বাইরের মানুষ বাজে বললে আপনারা আমাকে বোন হিসেবে প্রটেক্ট করুন। কারণ, আমিও একজন মিডিয়াকর্মী।
প্রভা জানান, কিছুদিন আগে তার সঙ্গে ঘটা দুই সংবাদকর্মীর আচরণে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি মেকাপ নিচ্ছিলেন মুখে পাউডার দিচ্ছিলেন, সেই অবস্থায় ছবি তুলেছেন। আরেকজন চলতি পথে তার গায়ে হাত দিয়েছেন।
প্রভা বলেন, এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। সংবাদকর্মীদের সাথে যদি আমার কোনো দুরত্ব থাকে সেটি দূর করতে চাই।








