চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অভিনেতা সাগর হুদাকে হারিয়ে নাট্যাঙ্গনে শোকের ছায়া

KSRM

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সাগর হুদা আর নেই। বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে অভিনেতার পারিবারিক সূত্র।

জানা যায়, সাগর হুদা স্ট্রোক করেছিলেন। কুষ্টিয়া থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হচ্ছে। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানিয়েছেন, ‘আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নাম্বার মসজিদে সাগর হুদার জানাজা অনুষ্ঠিত হবে।’

Bkash July

নিয়মিত টিভি নাটকে অভিনয় করতেন সাগর হুদা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’ প্রভৃতি।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা।

Reneta June

অপূর্ব, অভিনেতা

চয়নিকা চৌধুরী, নির্মাতা

মনিরা মিঠু, অভিনেত্রী

রওনক হাসান, অভিনেতা

মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী

মাবরুর রশিদ বান্নাহ, নির্মাতা

তানজিন তিশা, অভিনেত্রী

সানজানা সরকার রিয়া, অভিনেত্রী

বিজ্ঞাপন