আমির খানের ‘পারফেকশনিস্ট’ আচরণের কারণেই ‘লাহোর ১৯৪৭’ ছবির শুটিংয়ে দেরি হচ্ছে বলে জানালেন অভিনেতা সানি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকার নতুন ছবির শুটিং নিয়ে এমনটা জানান সানি।
সম্প্রতি ‘লাহোর ১৯৪৭’ ছবি নিয়ে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সানি দেওলকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমির খান প্রযোজিত আসন্ন ছবি ‘লাহোর ১৯৪৭’–এর কাজ কিছুটা দেরিতে শুরু হচ্ছে, আর তার প্রধান কারণ হল আমিরের নিখুঁততার প্রতি অতিরিক্ত মনোযোগ!
সানি দেওলের ভাষায়,“আমির সবসময়ই পারফেকশন চান। প্রতিটি দৃশ্য, প্রতিটি ডায়ালগ– সবকিছুর গভীরে গিয়ে বিশ্লেষণ করেন তিনি। সেই জন্যই চিত্রনাট্য এবং প্রস্তুতির সময় কিছুটা বেশি লাগছে। কিন্তু এটা ভালো দিকও, কারণ আমরাও চাইছি ছবিটা যেন অসাধারণ হয়।”
‘লাহোর ১৯৪৭’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী এবং এতে সানি দেওল মূল চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে তৈরি, যেখানে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও মানবিক আবেগ একসাথে মিশে থাকবে।
সানি আরও বলেন,“এই ছবিটি আমাদের ইতিহাসের এক জটিল এবং আবেগঘন অধ্যায় তুলে ধরবে। আমি নিজেও এই গল্পের অংশ হতে পেরে গর্বিত।”
চিত্রনাট্য এবং লোকেশন নির্বাচন নিয়ে কাজ এখনো চলছে, আর শুটিং শিগগিরই শুরু হবে বলে আশা করা যাচ্ছে। –এনডিটিভি








