চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিনেমা নিয়ে আগামির পরিকল্পনা জানালেন আমির

দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। কিন্তু গেল বছরের শেষে হঠাৎ করেই অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন এই অভিনেতা। যদিও এই বিরতি নেওয়ার কারণ সম্পর্কে অভিনেতা বলেছিলেন পরিবারকে সময় দিতে চান।

তবে অনেকেই ধারণা করেছেন টানা ফ্লপ সিনেমার কারণই তার অভিনয় থেকে বিরতি নেওয়ার মূল কারণ। তারই মাঝে এবার নিজের পরবর্তী প্রজেক্ট সম্পর্কে মুখ খুললেন আমির।

Bkash

সম্প্রতি একটি বই লঞ্চের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী ও ছেলে জুনাইদকে নিয়ে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই আমির জানান, নিজের পরিবার ও ছেলেমেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। এখনই কোন ছবিতে অভিনয় করার পরিকল্পনা নেই তার। তবে নিজের প্রযোজনা সংস্থার জন্য অনেকটাই সময় দিচ্ছেন তিনি। নতুন প্রজন্মের জন্য বড় প্ল্যাটফর্ম হতে চলেছে আমির খান প্রোডাকশনস এমনটাও জানান তিনি।

এছাড়াও মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই তারকা জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্ঠ প্রতিভাবান।তাদের অভিনব আইডিয়া যেটা পছন্দ হবে, সেই গল্প নিয়েই ছবি তৈরি করবেন তিনি।

Reneta June

খুব শিগগির স্প্যানিশ স্পোর্টস ড্রামা ফিল্ম ‘চ্যাম্পিয়নস’ এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন আমির। যে ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে। পাশাপাশি ছেলে জুনাইদকে নিয়ে একটি থাই ফিল্মের হিন্দি রিমেক প্রযোজনা করবেন তিনি।

ফলে বলাই বাহুল্য আপাতত অভিনয় থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে প্রযোজকের দায়িত্বই পালন করছেন আমির খান। তবে অভিনেতার পাইপলাইনে রয়েছে অনেক ছবি। প্রযোজনার পাশাপাশি কোন ছবির হাত ধরে অভিনয়ে ফেরেন তিনি সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: পিঙ্কভিলা

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View