চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দিল্লিতে বিশ্ব নন্দিত সব ছবির সাথে বাংলাদেশের ‘আদিম’

KSRM

মুক্তির আগে গণঅর্থায়নে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আদিম’ নিয়ে আরও একটি আনন্দ সংবাদ দিলেন নির্মাতা যুবরাজ শামীম। তিনি জানিয়েছেন, আগামি মাসে দিল্লিতে বিশ্ব নন্দিত সব সিনেমার সাথে প্রদর্শীত হবে ‘আদিম’।

আসছে ১২ মে প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন যুবরাজ। খবরটি মানুষের কানে পৌঁছে দিতে কাজ করছেন নির্মাতা। আর এরমধ্যেই তিনি জানালেন, ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ‘আদিম’কে বেছে নিয়েছেন আয়োজকরা। যেখানে গেল বছরে মুক্তি পাওয়া পুরস্কৃত ও নন্দিত সব ছবি স্থান করে নিয়েছে। সেই সঙ্গে আছে ক্লাসিক সব ছবি।

Bkash July

ফেস্টিভালের ওয়েব সাইটে ইতিমধ্যে আসন্ন উৎসবে স্থান পাওয়া ছবিগুলোর নাম প্রকাশ করা হয়েছে। সেখানে মস্কো জয়ী ‘আদিম’ ছাড়াও দেখা গেছে ই ও, এলভিস, ট্রায়াঙ্গল অব স্যাডনেস এর মতো সিনেমা। আছে কিংবদন্তী নির্মাতা ওংকার ওয়াইয়ের কালজয়ী ছবি ‘ইন দ্য মুড ফর লাভ’!

বিখ্যাত সব ছবির সাথে ‘আদিম’ স্থান পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা যুবরাজ। তিনি জানিয়েছেন, ‘উৎসব কর্তৃপক্ষ মেইল করে ‘আদিম’ এর ব্যাপারে তাঁদের আগ্রহের কথা জানালে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমি ফেস্টিভালের ওয়েব সাইটে ঢুকে অতীতে প্রদর্শিত চলচ্চিত্র নিমার্তাদের মাঝে আসগর ফারহাদি, ওংকার ওয়াই,জাফর পানাহীর মতো নির্মাতাদের নাম দেখে নির্দ্বিধায় রাজি হয়ে যাই। ফেস্টিভালের পাঠানো মেইলে উল্লেখ থাকে নেটপ্যাক জ্যুরি অ্যাওয়ার্ডসহ সারা বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবে পুরস্কৃত হওয়া ছবিগুলো নিয়েই তাঁদের এই আয়োজন।’

Reneta June

আসছে মার্চের ১৮ তারিখ উৎসব শুরু হবে হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ২৬ মার্চ পর্যন্ত। উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, ১৭ মার্চ দিল্লিতে যাবেন তিনি। উৎসবে তার পরিচালিত ‘আদিম’ প্রদর্শিত হবে ২২ মার্চ স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View