এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলা সিনেমায় ‘তাণ্ডব’ শুরু হতে যাচ্ছে—এমনই বার্তা নিয়ে প্রকাশ পেলো শাকিব খানের নতুন সিনেমার লুক! যেখানে দেখা গেছে এক বিধ্বংসী রূপে হাজির হয়েছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক! কালো সানগ্লাসে চোখ ঢাকা থাকলেও মুখে তীব্র প্রতিশোধের আগুন, আর চারপাশে ধ্বংসের ছাপ।
ট্যাগলাইনে স্পষ্ট ঘোষণা—“অরাজকতার নতুন নাম — তাণ্ডব!” এই লুক পোস্টারের সাথেই দর্শকদের উদ্দেশে দেওয়া হয়েছে এক তাৎক্ষণিক সতর্কবার্তা। “চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১টা ৩০-এ!”
এই ঘোষণার মাধ্যমে আগামীকাল উন্মোচন হতে যাচ্ছে ‘তাণ্ডব ফোরকাস্ট’—নতুন কিছু? ট্রেলার, টিজার না কি ভিন্ন কোনও ধ্বংসের সিগন্যাল? নির্মাতারা এখনও মুখে কুলুপ এঁটেছেন, তবে ট্যাগলাইনেই স্পষ্ট ইঙ্গিত!
‘তুফান’-এর পর শাকিব খানকে আবারও এমন একটি রাফ অ্যান্ড টাফ লুকে দেখে অনেকেই বলছেন—‘এটাই হতে যাচ্ছে বছরের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র!’
‘তাণ্ডব’ ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে—ব্যক্তিগত প্রতিশোধ? না কি পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার? সব প্রশ্নের না হলেও কিছুটা যে আন্দাজ করা যাবে রবিবার সকাল ১১:৩০-এ, তা নিশ্চিত!
এদিকে ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর শুটিং প্রায় শেষের দিকে। ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে আগেই, শুধু গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শুক্রবার সকালের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শাকিব খান।
জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবে ‘তাণ্ডব’ টিম। শাকিব ছাড়াও সেখানে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।
ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে গেল মাস থেকে টানা চলছে ‘তাণ্ডব’র শুটিং। এর আগে শাকিবের জন্মদিনে ‘তাণ্ডব’ লুক প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।








