দক্ষিণ ফরাসি শহর মার্সেইয়ে আকস্মিকভাবে পাসাপাশি দুটি ভবন ধসের ফলে পাঁচজন আহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিখোঁজ আছে আটজন।
বিবিসি জানিয়েছে, গতকাল রবিবার মধ্যরাতে এই ভবনধসের ঘটনা ঘটে। শহরের মেয়র বেনোইট পায়ান জানান, ধারণা করা হচ্ছে ভবন ধসের ফলে কয়েকজন মানুষ মারা গেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৫ জন।
একই এলাকার কাছাকাছি কয়েকটি বিল্ডিং থেকে প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়ার সাথে সাথেই ভবনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় ১০০ জনেরও বেশি দমকল কর্মী । গতকাল সন্ধায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে। আগুনের কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কাজে বাধার সৃষ্টি হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন শহর পরিদর্শন করে মিডিয়াকে বলেন, নিখোঁজরা জীবিত নাকি মৃত তা এখনও জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর ডমিনিক লরেন্স জানান, আটকে থাকা আটজন ফোন কলে সাড়া দিচ্ছেন না।
ভবন ধসের কারণ এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে গ্যাস লিক হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।







