যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রীষ্মকালীন ক্যাম্পে যাওয়ার পথে ৪৪ জন যাত্রী বহনকারী হাইস্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় দুইজন প্রাপ্তবয়স্ক নিহত এবং একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
ইউএসএ টুডে জানিয়েছে, গতকাল ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ১২মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পশ্চিমে ওয়াওয়ায়ান্ডা শহরের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটির সামনের টায়ার ফেইল হয়ে এটি মহাসড়ক থেকে ৫০ ফুট নিচে পড়ে গিয়ে আশেপাশের ঝোপ ও গাছে আটকে যায়।
ওই দিন মূলত যুক্তরাষ্ট্রের ফার্মিংডেল হাই স্কুল থেকে ছয়টি বাস ভাড়া করে ৩০০ জন শিক্ষার্থীকে একটি সঙ্গীত শিবিরে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল সেগুলোরই একটি। বাসে থাকা ৪৪ জন যাত্রীর বেশিরভাগই শিক্ষার্থী, যাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
দুর্ঘটনার পর বাসটির আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে জানালা ভেঙ্গে একটি মই লাগানো হয়। বিধ্বস্ত বাসটি থেকে সবাইকে উদ্ধার করতে ৪৫ মিনিট সময় লেগেছে। দুর্ঘটনার বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞাপন