গত রবিবার (১০ আগস্ট) ছিলো ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন! এ উপলক্ষ্যে এক জমকালো ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পরীমণি তার ফেসবুক পেজে এক মিনিটের একটি ভিডিও টিজার শেয়ার করেন, যেখানে দেখা যায় রঙিন ও মেরুন-পার্পেল থিমের আভিজাত্যের ছোঁয়া লেগে থাকা জন্মদিনের আয়োজন!
নাচ-গান ও আনন্দঘন পরিবেশে পরীমণির দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে কেক কাটা, উৎসবের উচ্ছ্বাস এবং উপস্থিত কয়েকজন তারকাকেও দেখা যায়।
পরীমণি ক্যাপশনে লিখেছেন,“দুই ছোট্ট সুখের ডানা নিয়ে একটি জাদুকরী সন্ধ্যা!” এর বিস্তারিত শিগগির আসছে বলেও জানানো হয় ভিডিওটির শেষে।
এরআগে রবিবার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরী লিখেন,“১০/০৮/২০২৫ ! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাইনা। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ”
শেষে পরী লিখেন,“হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”








