চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পৃথিবীর খুব কাছ দিয়ে গেল এক গ্রহাণু!

পৃথিবী ও চাঁদের মাঝ দিয়ে অতিক্রম করছে বড় একটি গ্রহাণু। প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের গ্রহাণুটি দুর্ভাগ্যক্রমে পৃথিবীতে আছড়ে পড়লে বড় আকারের একটি শহর পর্যন্ত ধ্বংস  হয়ে যেতে পারত।

এবছর ২৭ ফেব্রুয়ারি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা নামক স্থানের একটি মানমন্দির থেকে প্রথম গ্রহাণুটিকে দেখা গিয়েছিল। তখনই ‘টু থাউজেন্ড টুয়েন্টি থ্রি- ডি জেড টু’ নামের গ্রহাণুটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। বর্তমানে যা পৃথিবী এবং চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছে।

এতো বড় গ্রহাণু পৃথিবী এতো কাছ দিয়ে যাওয়া খুবই বিরল ঘটনা। ছোট ছোট অনেক গ্রহাণু প্রতিদিন পৃথিবীর কাছ দিয়ে উড়ে যায়, তবে এত বড় আকারের একটি গ্রহাণু পৃথিবীর এত কাছে আসে মাত্র প্রতি ১০ বছরে একবার, এমনটাই জানিয়েছেন গবেষকরা।

এটিকে পর্যবেক্ষণ করে গ্রহাণুর ব্যাপারে জ্ঞানের পরিধি আরও বাড়ানোর আশা জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। পৃথিবী থেকে মাত্র ৬৮ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করায় গ্রহাণুটি দূরবীন ও ছোট টেলিস্কোপে দেখা গিয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অনেকই এই গ্রহাণুর দৃশ্য উপভোগ করেছে।

Labaid
BSH
Bellow Post-Green View