চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিয়ের ছবি তুলতে কনের মুখে বিস্ফোরিত বন্দুক!

বিয়ের দিনটি একটি মানুষের জীবনের সবচেয়ে আনন্দের দিন হিসেবে বিবেচিত হয়। লোকেরা একে স্মরণীয় করে রাখার জন্য অনেক কিছুই করে থাকে। তবে ভারতের এক বিয়েতে নিজেদের দিনটি স্মরণীয় করতে গিয়ে ঘটল বিপত্তি। ছবি তুলতে গিয়ে কনের মুখেই বিস্ফোরিত হলো বন্দুক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Bkash July

প্রতিবেদনে প্রকাশ, মহারাষ্ট্রের একটি বিয়েতে বর ও কনে তাদের বিয়েতে এক ধরণের বিশেষ বন্দুক (স্পার্কিং বন্দুক) নিয়ে ছবি তোলার জন্য দাঁড়ায়। এসময় কনের হাতে থাকা বন্দুকটি বিস্ফোরিত হয়ে কনের মুখে আঘাত করে। ১৩ সেকেন্ডের এক ভিডিওটিতে দেখা যায় এই দৃশ্য।

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন বিদিত শর্মা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ কেন তাদের সেরা দিনগুলোকে ধ্বংস করে?’

Reneta June

ভিডিওটি টুইটারে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

 

 

Labaid
BSH
Bellow Post-Green View