ঢাকা জজ কোর্টের আইনজীবীদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ী হাজী এনায়েত উল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. আজাদ রহমান। আদালত মামলার অভিযোগ গ্রহণ করে মামলাটি ৩ দিনের মধ্যে এজাহার হিসেবে গণ্য করতে কেরাণীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীসহ ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ২০১৩ সালে কেরানীগঞ্জ থানার কালিন্দী মৌজায় ৩৫ শতাংশ জমি কেনেন, যা ১২ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত বছরের ২৪ নভেম্বর দুর্বৃত্তরা ওই জমিতে প্রবেশ করে ১২ লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিয়ে যায়।
গত ১৫ অক্টোবর ব্যবসায়ী এনায়েত উল্লাহর নেতৃত্বে আসামিরাসহ ৫০/৬০ জন সন্ত্রাসী জমির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। তারা মূল্যবান গাছপালা, রড, সিমেন্ট, ইট, বালু নিয়ে যাওয়ার পাশাপাশি অফিস কক্ষে ঢুকে কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর করেন। খবর শুনে আইনজীবীরা সেখানে গেলে তাদের মারধর করা হয়। এনায়েত উল্লাহ আইনজীবীদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে আইনজীবীরা জমিতে আসতে পারবেন না বলে গালিগালাজ করেন। এসময় তিনি আইনজীবীদের হত্যার হুমকি দেন বলেও মামলার আর্জিতে উল্লেখ করা হয়।

আর্জিতে আসামি হাজী এনায়েত উল্লাহ আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন