চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় আটক ৮ 

দিনাজপুরের স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ১৩ মার্চ দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জবি শিক্ষার্থী অনামিকা আক্তার বাদি হয়ে নবাবগঞ্জ থানায় রোববার রাতে একটি মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ স্বপ্নপুরী পিকনিক স্পট এর ৭ কর্মচারী এবং এক দর্শনার্থীসহ ৮ জনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

১২ মার্চ রোববার দিনাজপুর স্বপ্নপুরী পিকনিক স্পট এ ফিল্ড ওয়ার্কে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা হামলার শিকার হয়। এতে আহত হয় অন্তত ১২ জন।

আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।