ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন, যা শেষ হচ্ছে রবিবার। ঈদের ৭ম ও শেষ দিনের আয়োজনে থাকছে একটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সিনেমা
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের ৭ম ও শেষ দিন (রবিবার) থাকছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত আলোচিত ছবি ‘আম কাঁঠালের ছুটি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দেখতে পারবেন। দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা ছবি ‘আম কাঁঠালের ছুটি’। প্রেক্ষাগৃহে মুক্তির পর এ সিনেমাটি দারুণভাবে সমাদৃত হয়। বিশেষ করে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এ সিনেমাটি সিনেবোদ্ধাদের প্রশংসা পায়।
টেলিফিল্ম
রাহাত কবিরের পরিচালনায় এদিন দুপুর আড়াইটায় রয়েছে টেলিছবি ‘জাস্ট ফিল’। অভিনয়ে আবদুল্লাহ রানা, আইরিন আফরোজ, শারমিন আঁখি, মুসাফির সৈয়দ প্রমুখ।
এদিন বিকেল সাড়ে ৪টায় রয়েছে আরেকটি টেলিছবি ‘হি এন্ড শি‘ । এটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ।
নাটক
ঈদ আয়োজনের শেষ দিনে থাকছে নাটক ‘সে বোঝে না’। রচনা ও পরিচালনায় শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে সাদিয়া আয়মান, সৌম্য, শেলী আহসান, খায়রুল আলম টিট প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।
একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘আমি কি প্রেমে পড়েছি?’। রচনা ও পরিচালনায় জামাল মল্লিক। অভিনয়ে সায়েদ জামান শাওন, মাফতুহা জান্নাত জীম।








