মিশরে একটি দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। দুটি গাড়িতে মিশরীয় ও সুদানের নাগরিকদের বহন করছিল।
রাষ্ট্রীয় পত্রিকা আহরাম জানিয়েছে, দেশটির আচওয়ান প্রদেশের ওয়াদি আল আলাকি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আচওয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর একজন পরিচালক বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে।
সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে মিশরে। এর বেশিরভাগই ঘটে অতিরিক্ত গতির কারণে। এচাড়া রয়েছে ট্রাফিক আইন না মানা ও সড়কের দুর্বল অবকাঠামো।
সড়ক দুর্ঘটনা কমাতে মিশর বিগত কয়েক বছরে নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মাণ, পুরোনো সেতু মেরামত করেছে।








