চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন আরও ৬৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৩ জন এবং অন্যান্য বিভাগে ৬১ জন রোগী ভর্তি রয়েছে।

Bkash July

এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৯৭৯ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৬৮১ জন এবং ঢাকার বাইরে ২৯৮ জন। হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৭১০ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪৭৬জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ২৩৪ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।

Labaid
BSH
Bellow Post-Green View