চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বগিভিত্তিক দুই গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬ শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে।

গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে দুই গ্রুপের সংঘর্ষ হয়। বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটিনাইনের পূর্ব শত্রুতার জেরে এমন হয়েছে বলে জানা যায়। সিএফসির কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইন মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

Bkash

সিক্সটি নাইনের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চ্যানেল আই অনলাইনকে জানায়, ইসলামিক ইতিহাস বিভাগের র‍্যাগ ডে নিয়ে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটেছে। এটি রাজনৈতিক কোনো ব্যাপার নয়।

এদিকে সিএফসির নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, সিক্সটি নাইনের এক মদ্যপ কর্মী হলগেটে এসে ঝামেলা করে। এর আগেও সে এমন করেছে। এ থেকেই কথা-কাটাকাটি হয়। সিএফসির ৩ জন আহত হয়েছে। আহতদের নাম এখনও জানিনা।

Reneta June

চবি প্রক্টর নুরুল আজিম সিকদার চ্যানেল আই অনলাইনকে জানান, মারামারি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যারা আহত হয়েছে তাদের তৎক্ষনাৎ মেডিকেলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View