লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াগাঁ গ্রামে বুধবার রাতে ভয়াবহ আগুনে ৬টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে।
গতকাল রাত প্রায় সাড়ে ১১টার দিকে মোস্তানবাড়ীতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।
জানা যায়, রামগঞ্জ উপজেলা শহর থেকে দমকল বাহিনী রাত প্রায় সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মাসুম মোস্তান, আনোয়ার, শাহজাহান, আয়ুব আলী মোস্তানের ঘরসহ ৬টি আধা পাকা বসতঘরের আসবাবপত্রসহ অন্যান্য সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘরের লোকজন কোনো রকমে জান বাঁচাতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রামগঞ্জের নির্বাহী কর্মকর্তা ‘উম্মে হাবীবা মিরা’ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেন।







