ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের পঞ্চম দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সিনেমা
ঈদের পঞ্চম (শুক্রবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘আলফা’।
টেলিফিল্ম
চ্যানেল আইতে ঈদুল আযহার পঞ্চম দিন বিকেল ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ভালোবাসা এমনই’। গল্প জাহের আলভী । পরিচালনায় ফাইজুল কবির রথি। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, পারভেজ সুমন প্রমুখ।
ডাভ নিবেদিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসাটা গভীর’ দেখা যাবে একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। সাইফুর রহমান কাজলের রচনা ও রবিউল শিকদারের পরিচালনায় অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া প্রমুখ।
নাটক
এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে থাকছে মোস্তফা কামাল রাজের রচনা এবং ওমর ফারুকের পরিচালনায় নাটক ‘যৌথ পরিবার’। অভিনয় করেছেন সফল খান রিয়ামনি, মুনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।
এদিন রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ঈদের বিশেষ নাটক ‘দ্বিতীয় আলো’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে সাবিলা নূর, জুনায়েদ বোগদাদী, আনোয়ার শাহী প্রমুখ।








