ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।
তারই ধারাবাহিকতায় ঈদের ৫ম দিন চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে
সিনেমা: বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে দেখবেন ‘বসন্ত বিকেল’। রফিক শিকদারের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিপন মিত্র, শাহ হুমায়রা সুবাহ প্রমুখ।
টেলিফিল্ম: ‘একশো এক টাকা’। রচনা নূরুল আলম আতিক এবং পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘আজ আমাদের ছুটি’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে আহসান হাবিব নাসিম, রওনক হাসান, নাজনীন হাসান চুমকি, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, শামস সুমন, প্রাণ রায়, মাজনুন মিজান, জামিল, রাশেদ মামুন অপু প্রমুখ।
নাটক: ‘সিস্টেম মানিক‘। রচনা ও পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অভিনয়ে আমিন খান, আজমেরী হক বাঁধন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।
নাটক ‘মিস বার্বার’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে সাবিলা নূর, শাওন, শাহবাজ প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।







