চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সোমালিয়ায় উগান্ডার ৫৪ সেনা শান্তিরক্ষী নিহত

KSRM

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল শাবাব ওই সেনাঘাঁটিতে হামলা চালায়।

শনিবার ৩ জুন এক বিবৃতিতে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এ তথ্য নিশ্চিত করেছেন।

Bkash July

তিনি বলেন, এ ঘটনার পর উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস- ইউপিডিএফ আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

আল-শাবাবের দাবি, তারা ২৬ মে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩৭ জন সেনা সদস্যকে হত্যা করেছে। পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকারকে উৎখাত করতে ২০০৬ সাল থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে আল শাবাব। তারা সেখানে নিজেদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়।

Reneta June

২০২২ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে এটিএমআইএস-এর ২২ হাজার সেনা সদস্য।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View