এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা আগামী ১ অক্টোবর থেকে দেশকে পলিথিন ব্যাগ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর পলিথিনের বিরুদ্ধে কক্সবাজারে শুরু হয়েছে অভিযান। শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত দশটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার (২৫ সেপ্টম্বর) সকাল সাড়ে এগারোটায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় পলিথিন মজুদ রাখার অপরাধে এইচ. জে. এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড তারাবনিয়ারছড়া এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কক্সবাজার শহরে বিভিন্ন স্থানে পরিবেশ আইন পরিপন্থি পলিথিনের অবৈধ কারখানা ও গোডাউন রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকস দল কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় এইচ. জে. এন্টারপ্রাইজ এর গুদামে অভিযান পরিচালনা করে। এ সময় গুদামে অবৈধভাবে মজুদ রাখা ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ ক মতে পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয়ের অপরাধ প্রতিষ্টানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।







