চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশের ৫২ উপজেলা এখন ভূমিহীন-গৃহহীনমুক্ত: প্রধানমন্ত্রী

পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচটি আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘর হস্তান্তরের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানী, পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, দেশের এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদী না থাকে সে উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশের কেউই গৃহহীন থাকবে না, এমন অঙ্গিকারের অংশ হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের পুর্নবাসনের উদ্যোগ নেয়া নিয়েছে সরকার। তারই পরিপ্রেক্ষিতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ১৭ হাজার ৩২৯ টি গৃহনির্মাণ করা হয়েছে।

চলমান তৃতীয় পর্যায়ে এর আগে ৩৩ হাজার এবং বুধবার ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করা হলো। এরমাধ্যমে ১ লাখ ৪৬ হাজার জন গৃহ পেল। এসব ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে মাগুরা ও পঞ্চগড় জেলাসহ ৫২টি উপজেলায় কেউ ভূমিহীন থাকলো না।

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে সকলকে সাশ্রয়ী ও মিতব্যায়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।