ফেনীর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কাভার্ডভ্যানের সাথে পিকআপের সংঘর্ষে অন্তত ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
মহিপাল হাইওয়ে মডেল থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এছাড়াও আরও ১০ জনের মতো আহত হয়েছেন।
জানা গেছে, পিকআপটিতে ২০ জনের মতো শ্রমিক ছিলেন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ফেনীতে কাজ করছিলেন। আজ কাজ শেষ করে নিজেদের বাসার দিকে ফিরছিলেন সবাই। তখনই এই দুর্ঘটনা ঘটেছে।








