
নারায়গঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৈদ্যুতিক পাখা থেকে আগুন লেগে আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ৯ জুন ভোরে কাশিপুর শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুস সালাম, বুলবুলি, সোনিয়া আক্তার, পুতুল ও মেহেজাবিন।
স্বজনরা জানান, তাদের বাসা ফতুল্লার কাশিপুর এলাকায়। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায়। পরে বাসার সবার শরীরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মোঃ তরিকুল ইসলাম জানান, ৫ জনের মধ্যে সালাম মন্ডলের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫শতাংশ দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক। চিকিৎসা চলছে পরে বিস্তারিত পরে বলা যাবে।