চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

গুরুতর আহত ১ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া বসাক পাড়ায় গভীররাতে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ ধারণা করছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘরের সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাতে আগুন ধরে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘর থেকে কেউ বের হতে পারেনি বলে স্থানীয়রা জানায়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায় শুক্রবার ১৩ জানুয়ারি ভোররাত আড়াইটার দিকে পারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের বতঘরেরর রান্নার চুলা থেকে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩) ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬) নিহত হন। গৃহকর্তা খোকন বসাক কোনরকমে অগ্নিদগ্ধ হয়ে ঘর থেকে বের হতে পারলেও গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় বিজয় সেন জানান, ঘরের দরজার সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। যার কারণে ঘুমন্ত কেউ ঘর থেকে বের হতে পারেনি।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি জানান, বসতঘর সংলগ্ন নিহতদের নিজেদের রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়। সেখানে থাকা বিপুল পরিমাণ লাকড়ির মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।