এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৫ মে) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারসহ সব প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সময়সূচি কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাচ্ছে। মৌখিক পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তিসংগত প্রয়োজন দেখা দিলে কমিশন প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর এবার মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই বিসিএসে বিপুল সংখ্যক প্রার্থী বিভিন্ন ক্যাডারে আবেদন করেছিলেন।








