দেশের ৪৪ শতাংশ মানুষ নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছে না
দেশের ৪৪ শতাংশ মানুষ এখনো নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছে না। সুপেয় পানি পাচ্ছে মাত্র ৫৬ শতাংশ মানুষ। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বছরের পর বছর বিশুদ্ধ খাবার পানি সংকটে সেখানকার বাসিন্দারা। বিশুদ্ধ খাবার পানির অভাবে শিশু ও বয়স্কসহ নানা বয়সী মানুষ প্রতিনিয়তই পানিবাহিত নানা রোগে ভুগছে। তবে আশার কথা হলো বিশুদ্ধ খাবার পানি সরবরাহে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে।