এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চুয়াডাঙ্গার দর্শনায় দেশের বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিতে তল্লাশি চালিয়ে আরও ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়ে কেরু চিনিকল এলাকায় এই বোমাগুলো উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। অংশ নেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করে বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। এতে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ও শনিবার কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে ২টি একই বোমা উদ্ধার করা হয়। এরপরই রাজশাহী থেকে র্যাব-৫ এর বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি নিস্ক্রিয় করে। আগে উদ্ধার হওয়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা।








