এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কন্টেন্ট এর মধ্যে প্রথম দুটিই নাটক!
অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কেমএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’।
সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত হয়েছে ঈদের পর দিন। তারআগে ঈদের দিন নাটকটি দর্শক দেখেছেন চ্যানেল আইয়ের পর্দায়।
ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি ইউটিউবে প্রকাশের পর তুমুল সাড়া ফেলেছে। এক দিনেই নাটকটি দেখেছেন ২৩ লাখের বেশী মানুষ।
‘চাঁদের হাট’ ছাড়াও বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে আরো বেশ কয়েকটি নাটক। এরমধ্যে মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘মাস্তান’ এর অবস্থান দুই নম্বরে, তিন নম্বরে আছে নিলয়-হিমি অভিনীত মহিন খানের নাটক ‘শ্বশুর বাড়ির আপ্যায়ন’, চার নম্বরে আছে এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া তৌসিফ-তানজিন তিশা অভিনীত ‘ফ্যামিলি’!







