
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে
সিনেমা
এদিন সকাল ১০টায় দেখবেন আওয়াল রেজার পরিচালনায় ‘মেঘ রোদ্দুর খেলা’। অভিনয় করছেন নাজনীন চুমকী, মিলি বাশার, মাজনুন মিজান, টইটই হেলালি, অর্নিমা তাবাসসুম প্রমুখ।

টেলিছবি
টেলিফিল্ম ‘দস্যু বনহুর’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ মাহবুব, তারিক আনাম খান, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘উই আর সিক’। গল্প মোশাররফ করিম এবং পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, উজ্জল, জুঁই করিম প্রমুখ।
বিজ্ঞাপন
নাটক
নাটক ‘একজন ভালো মানুষ’। রচনা মেজবাহউদ্দিন সুমন এবং পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।
নাটক ‘মাউসট্র্যাপ’। রাজিবুল ইসলাম রাজিব রচিত নাটকটি পরিচালনা করেছেন মেহেদি রনি। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে । প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
বিজ্ঞাপন