ইয়েমেন থেকে ইথিওপিয়ায় যাওয়ার সময় লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে শিশুসহ কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।
একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গতকাল (২৩) এপ্রিল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নিহত অভিবাসীদের সবাই ইথিওপিয়ান, তাদের মধ্যে ৮ বছর বয়সী একজন শিশু ছিলেন।
নৌকাটিতে ৭৭ জন যাত্রী ছিলেন। মৎস্যজীবীরা কয়েকজন অভিবাসীকে ডুবতে দেখে উপকূলরক্ষীদের সতর্ক করেন। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে বাঁচাতে সক্ষম হন। তবে অন্যরা নিখোঁজ রয়েছেন।
জীবিতদের চিকিৎসার জন্য কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধভাবে ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক এবং এতে ক্রমাগত আমাদের নাগরিকরা তাদের জীবন হারাচ্ছেন।








