এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্টতা অভিযোগে দুই নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) মুরাদনগর উপজেলা দিন বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার পুত্র রাসেল মিয়া (২৮), মেয়ে জোনাকি আক্তার (২২)।
বাংলা বাজার থানার ওসি মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়াও গণপিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় একটি সূত্র বলছে, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত, এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হানা দিয়ে তাদের গণপিটুনি দেয়। এতেই ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।
বাংলার বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।








